Monday, 13 June 2011

বাংলাদেশ থেকে স্কুলশিক্ষক নিতে আগ্রহী কম্বোডিয়া

কম্বোডিয়া মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ থেকে স্কুলশিক্ষক নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে। আজ সোমবার বাংলাদেশে দিল্লিভিত্তিক কম্বোডিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজ ইউস মাকানা বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশকালে এ কথা জানান।
জিল্লুর রহমান নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে কম্বোডিয়ার চমত্কার দ্বিপাক্ষীয় সম্পর্ক রয়েছে। ভৌগোলিক নৈকট্য এবং ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন।
রাষ্ট্রপতি বলেন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কম্বোডিয়া বাংলাদেশ থেকে ব্যাপক হারে পাট ও পাটজাত দ্রব্য, পোশাকসামগ্রী, চামড়াজাত পণ্য, সিরামিক ও ওষুধ আমদানি করতে পারে।
ইউস মাকানা রাষ্ট্রপতিকে অবহিত করেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

No comments:

Post a Comment