Monday 13 June 2011

ব্লেয়ার কোরআন শরিফ পড়েন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ধর্মের গুরুত্ব সম্পর্কে খুবই খোলামেলা বক্তব্যে বলেছেন, ধর্ম বিষয়ে জানার জন্য তিনি প্রতিদিনই কোরআন শরিফ পড়েন। এর আগে ব্লেয়ার বলেছিলেন, ধর্মীয় ব্যাপারে তাঁর কোনো আগ্রহ নেই। তবে ২০০৭ সালে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর ব্লেয়ার ক্যাথলিক ধর্মের অনুসারী হন।
সে সময় ধর্ম বিষয়ের জ্ঞান গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডেইলি মেইলকে তিনি বলেন, ‘আমি প্রতিদিন কোরআন পড়ি। এর মধ্য দিয়ে পৃথিবীতে ঘটে যাওয়া বিষয়গুলো কিছুটা বোঝার চেষ্টা করি।’ তিনি আরও বলেন, ‘কোরআন অত্যন্ত শিক্ষামূলক।’
মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে সুন্দর বলে বর্ণনা করেছেন ব্লেয়ার। হজরত মুহাম্মদ (সা.) সভ্যতার পরিবর্তনের শক্তি ছিলেন বলেও তিনি মন্তব্য করেন।
ব্লেয়ার বলেছেন, কোরআন শরিফ হচ্ছে সংস্কারমূলক গ্রন্থ। কোরআন বিজ্ঞান ও জ্ঞানের প্রশংসা করে, আর ঘৃণা করে কুসংস্কারকে। কোরআনের শিক্ষা খুবই প্রায়োগিক এবং সময়ের চেয়ে এগিয়ে আছে—বিশেষ করে বিয়ে, নারী ও শাসনের ক্ষেত্রে।
টনি ব্লেয়ার বর্তমানে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এনডিটিভি।

No comments:

Post a Comment